বৃহস্পতিবার সেতু ভবনে
সেতু বিভাগের কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে প্রথম দফা সংবাদ সম্মেলনে যোগাযোগ সেক্টরের সার্বিক উন্নয়ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন। দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে সেতু বিভাগের কার্যক্রম ও সফলতা তুলে ধরা হয় আয়োজিত সংবাদ সম্মেলনে।
প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে প্রথম দফা সংবাদ সম্মেলনে যোগাযোগ সেক্টরের সার্বিক উন্নয়ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন। দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে সেতু বিভাগের কার্যক্রম ও সফলতা তুলে ধরা হয় আয়োজিত সংবাদ সম্মেলনে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর ভবিষ্যৎ নিয়ে যে যাই
বলুক, এ প্রকল্প ঝুলে গেছে তা বলার সময় এখনো আসেনি, এ জন্য নতুন বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল- পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক ও দুর্নীতি দমন
কমিশনের তদন্তের পর এর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে কিনা। জবাবে যোগাযোগমন্ত্রী আরো বলেন, অর্থমন্ত্রী কখন অর্থ দেবেন সেদিকে তাকিয়ে আছি, টাকা দিলেই সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারব।
পদ্মা সেতুকে কেন্দ্র
করে বিশ্ব ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের বিষয়টি কিভাবে দেখছেন- এমন প্রশ্নে মন্ত্রী
বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের ও দুদকের। তারাই এ বিষয়ে জবাব দেবে। কানাডীয় কোম্পানী এসএনসি
লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১
কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক। সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ নাকচ করা হলে গত জুন মাসে সংস্থাটি ঋণচুক্তি
বাতিল করে। এরপর যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টেগ্রিটি এ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের
তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ছুটিতে পাঠানোসহ সরকারের
নানামুখী তৎপরতায় সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্বব্যাংক। পাশাপাশি অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি পর্যবেক্ষণে একটি পর্যবেক্ষণ দলকে ঢাকা পাঠায়।
পর্যবেক্ষণ দলের ঢাকা
সফরের মধ্যেই দুর্নীতি দমন কমিশন একটি খসড়া অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে, যাতে সাবেক মন্ত্রী আবুল হোসেনসহ সাত জনের বিরুদ্ধে মামলা করার
সুপারিশ করা হয়েছে। দুদকের নেওয়া পদক্ষেপে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি পর্যবেক্ষক
টিম। অনেকটা মতপার্থকের মধ্য দিয়েই প্রতিনিধি দল দ্বিতীয় দফা বাংলাদেশ
ত্যাগ করেছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে দরকষাকষির মধ্যেই মালয়শিয়ার অর্থায়নে পদ্মা
সেতু নির্মাণের বিষয়ে আলোচনা শুরু করে সরকার। দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।
সংবাদ সম্মেলনে ওবায়দুল
কাদের বলেন, পদ্মা সেতুর বিস্তারিত নকশা প্রদানের কাজ শেষ হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার কাজও শেষের দিকে। প্রকল্পে ভূমি অধিগ্রহণে
ক্ষতিগ্রস্তদের
পুনর্বাসনের জন্য চারটি এলাকার মাটি ভরাট, স্কুল, মসজিদ, কাঁচাবাজার স্থাপনসহ
হাতে নেওয়া হয়েছে নানা উন্নয়নমূলক কাজ।
তিনি বলেন, দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে একথা জানিয়ে
মন্ত্রী বলেন,
এরই মধ্যে আহ্বান করা হয়েছে প্রাক-যোগ্যতা
যাচাইয়ের দরপত্র। কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। বর্তমান দরপত্রগুলোর মূল্যায়নে পরামর্শক নিয়োগের কাজ চুড়ান্ত পর্যায়ে।
অপর এক প্রশ্নের জবাবে
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে মালয়েশিয়ার
অর্থায়নের বিষয়টি এখনো ঝুলে যায়নি, প্রক্রিয়াধীন আছে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ওবায়দুল
কাদের জানান, সেতু বিভাগের মাধ্যমে উড়ালসড়ক, জাহাঙ্গীর গেট থেকে রোকেয়া সরণি, কর্ণফুলী টানেল, উত্তর আশুলিয়া দ্বিতীয় উড়ালসড়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
পোষ্ট : বাংলাদেশ সময় শুক্রবার রাত ৭ : ০৭ মিনিট ০৭ ডিসেম্বর ১২।