১৫ আগস্ট,
১৯৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর হত্যাকারীদের
নির্দেশে স্বাধীনতা আন্দোলনের পুরোধা চার
নেতাকে গৃহবন্দী করা হয়।
২৩ আগস্ট সামরিক আইনের অধীনে চার নেতা-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ৩রা নভেম্বরে কারাগারের ভিতরে তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মোঃ মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে জেলহত্যা নামে কুখ্যাত হয়ে আছে।
২৩ আগস্ট সামরিক আইনের অধীনে চার নেতা-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ৩রা নভেম্বরে কারাগারের ভিতরে তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মোঃ মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে জেলহত্যা নামে কুখ্যাত হয়ে আছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
জেল হত্যা দিবসে রাষ্ট্রপতির বাণী : জেল হত্যা দিবসের বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, ঘাতকচক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা। স্বাধীনতার ইতিহাসকে
বিকৃত করা। কিন্তু তাদের সেই উদ্দেশ্য পূরণ হয়নি।
জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রীর বাণী
: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল শেখ মুজিবুর রহমান হত্যার ধারাবাহিকতা। এর
মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বাংলার মাটি থেকে
বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।
আওয়ামী লীগের কর্মসূচি : দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর
মধ্যে রয়েছে আজ ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলের
কেন্দ্রীয় কার্যালয়সহ শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ, সকাল ৭টায় বঙ্গবন্ধু
ভবনে জমায়েত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদসহ জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত এবং বিকাল
৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আলোচনা সভা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর
পরিবেশে
দেশবাসীকে সঙ্গে নিয়ে পালনের জন্য দলের সব
শাখা এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক
ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
পোষ্ট : বাংলাদেশ সময় : শনিবার দুপুর ১: ২৮ মিনিট, ০৩ নভেম্বর, ২০১২।