Friday, November 30, 2012

বিরোধীদল সংঘাতের পথ বেছে নিচ্ছে: হাসানুল হক ইনু

স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো: সংলাপে অংশ না নিয়ে বিরোধীদল সংঘাতের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুশুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাসদের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেনতারা সবাই গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ ভূমিকা পালনের আহবান জানানপাশাপাশি সতর্ক করে দিয়ে
বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হলে কারো জন্যই সুখকর হবে নাকারণ বিগত দিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই তৃতীয় শক্তি ক্ষমতা নিয়েছিলতাই কোন অবস্থাতেই তৃতীয় শক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না 
নিরপেক্ষ নির্বাচন বিষয়ে বিরোধী দলের কোন প্রস্তাব থাকলে তা সংলাপেই নিশ্চিত করতে হবে এমন মন্তব্য করে ইনু বলেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তা না করে বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেনখালেদা জিয়ার এ ধরনের সিদ্ধান্তকে গণতন্ত্র বিরোধীবলেও মন্তব্য করে তিনি বলেন, যা দেশের মানুষ মেনে নেবে নাকারণ মানুষ শান্তি চাইশান্তির পক্ষে মানুষের সমর্থনবৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে বিএনপি অংশ নেবে নাএ সংলাপে ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছেআগামী নয় ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধ কর্মসূচীরও সমালোচনা করেন ইনু
তিনি বলেন, বিরোধী দলের কঠোর অবস্থানের পরেও সরকারের কোন কঠোর অবস্থান নেইসরকার সব সময়ই বিরোধী দলের যেস কোন সিদ্ধান্তের বিষয়ে আন্তরিকআর এ কারণেই সব ধরনের আলোচনার পথ খোলা এখনো খোলা রয়েছেবিএনপি চাইলে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হতে পারেনির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৯ ডিসেম্বর সারাদেশে রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট
জাসদের ৪০ বছর পূর্তির বিষয়ে ইনু বলেন, বাংলাদেশের ৪০ বছরের উত্থান-পতনের সাক্ষী জাসদআগামী দিনগুলোতেও জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ যে কোন সমস্যায় রাজপথে জাসদই নেতৃত্ব দেবেকোন কিছুতেই জাসদ পিছপা হবে নাগণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমেরর স্বার্থে দলের সকল নেতাকর্মী নিবেদিতভাবে কাজ করবে বলে জানান তিনিএর আগে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল তাহেরের স্ত্রী লুফা তাহের, জাহাঙ্গীরনগর বিশ্ববিধ্যালয়ের উপাচার্য এবং কর্নেল তাহের সংসদের সহ-সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, জাসদ সহ-সম্পাদক মুনীরুদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার প্রমুখ

পোষ্ট: বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮: ০০ মিনিট নভেম্বর ১২।