গতকাল দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বন্ধ থাকবে সব পোশাক তৈরির কারখানা।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত প্রায় ১২ঘণ্টার আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন গার্মেন্টের ১১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আজ সকাল
থেকে শোক পালন, এবং শ্রমিকদের
নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আশুলিয়া
এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভের কারণে ওই এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা
করা হয়েছে।পোষ্ট : বাংলাদেশ সময় : মঙ্গবার রাত ১২ : ৫৬ মিনিট, ২৭ নভেম্বর, ২০১২।