বৃহস্পতিবার রাতে গণফোরাম কার্যালয়ে সাবেক হুইপ আব্দুর রউফ এর প্রথম মৃত্যু বার্ষিকী
উপলক্ষে আয়োজিত
স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কামাল হোসেন,
দেশে চলছে চাটুকারতন্ত্র। চাটুকারিতা কর, পা ধর এগিয়ে যাও। আর ভাল
লোক মূল্যায়ন পাচ্ছে না। এভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন করতে হলে চাটুকারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নতুন করে পথ চলার বিকল্প নেই।
লোক মূল্যায়ন পাচ্ছে না। এভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন করতে হলে চাটুকারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নতুন করে পথ চলার বিকল্প নেই।
কামাল হোসেন বলেন, সংশ্লিষ্টদের দৃষ্টি
আকর্ষণ করতে আর কত শ্রমিককে পুড়ে মরতে হবে। শ্রমিকের নিরাপত্তার
জন্য ১৫ বছরে অনেক মামলা দিয়েছি। কোর্ট আদেশও দিয়েছে। কিন্তু কোর্টের আদেশ বাস্তবায়ন হয়নি। রাষ্ট্র নিয়ে পুতুল
খেলা চলছে। গার্মেন্টসে অগ্নিকান্ডের পর সেখানে পানি পাওয়া গেলনা কেন? আগে সে বিষয়টি ভাবা হলনা কেন? কারখানা মালিক কেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করল না সে প্রশ্নের উত্তর নেওয়ার
সময় এসেছে।
রাজনৈতিক দল ও সরকারের সমালোচনা করে এই সংবিধান প্রণেতা বলেন, ‘আগে ছিল মিডিয়ার সৃষ্টি। আর বর্তমান সব কিছুতে ষড়যন্ত্র। রাষ্ট্রের তো দায়িত্ব
রয়েছে তারা কি করেন। চট্টগ্রামের ফ্লাইওভারের গার্ডর ধসে পড়ার ঘটনাকেও কি তাহলে ষড়যন্ত্র বলা হবে? বিএনপি জামায়াতের আমলে সব কিছুকে আড়াল করার জন্য মিডিয়ার ওপর
দোষ চাপানো হতো। অর্থাত তাদের নানা অপকর্মের কোন সমালোচনা করা যাবে না। এভাবে দেশ চলতে পারে না। সত্য ও ন্যায়ের পক্ষে
সবার কথা বলার সুযোগ দেওয়া উচিত।
সংসদ সদস্যদের সমালোচনা করে ড. কামাল বলেন, এমপিরা সংসদে যাননা। তারা বিদেশে থাকতে ভালবাসেন। জনগণের কথা বলতে সংসদে যেতে ভাল লাগে না। কিন্তু তাদের নিজেদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার ও বিরোধী দলের ঐক্যমত দেখা যায়। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, তত্ত্বাবধায়কের কাজের
সুবিধা নিবেন। আর তার বিরোধীতা করবেন তা হয়না। ইন্দোনেশিয়ার সুহার্তো থেকে যারাই দুই নম্বরী করেছে তাদেরকে জনগণ কিক আউট করেছে। ষড়যন্ত্র্ করলে আপনাদেরকেও কিক আউট করবে জনগণ। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে জবাব দিতে
হবে। মিডিয়া ক্যুর মালিক ও হত্যাকারী এরশাদকে কেন ১৪ দলে এনে মহাজট
সৃষ্টি করলেন।
গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সভাপতি পরিষদ সদস্য এড্. সুব্রত চৌধুরী, জগলুল আফ্রিক,
কাজী হাবিব, গোলাম রব্বানী বাবুল প্রমুখ।
পোষ্ট: বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮: ৩৪ মিনিট নভেম্বর ১২।