Saturday, December 8, 2012

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেই জামায়াত-শিবিরের হামলা

স্টাফ রিপোর্টার (ঢাকা থেকে), নেত্রকোণার আলো: যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেই জামায়াত-শিবিরের এসব হামলা বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননশুক্রবার মোহাম্মদপুরের বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল যুব মৈত্রী ঢাকা উত্তরের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন
তিনি বলেন, জামায়াত-শিবির ৭১এ পাক হানাদারদের সহযোগী হয়ে হত্যা, খুন, লুটতরাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছেআজ যখন সেই যুদ্ধাপরাধীদের
বিচার চলছে তখন সেই জামাত-শিবির নতুন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেপুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে
এতে আরো বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, কামরুল আহসান, যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ
মেনন বলেন, হরতালে মার্কিন দূতাবাসের গাড়ি ভেঙে তাদের কাছে এর জন্য দায় স্বীকার করে মা প্রার্থনা করেছে জামায়াতএমন কি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেএটাই প্রমাণ করে, তারা বাংলাদেশের জনগণের জন্য নয়তাদের মিত্র মার্কিনীদের প্রতি সহমর্মীএই যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধীতা করেছে
কর্মশালায় অংশ নেওয়া যুব মৈত্রীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষ পর্যায়ে, তখন ৭১-এর পরাজিত জামাত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে তান্ডব চালাচ্ছেএ অবস্থায় আমাদের চুপচাপ বসে থাকলে হবে নাপাড়ায় মহল্লায় যুবকদের সংগঠিত করে যুব জাগরণ সৃষ্টি করে এদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে


পোষ্ট : বাংলাদেশ সময় শনিবার রাত ০৯ : ৪২  মিনিট পি এম / ০৭ ডিসেম্বর ১২